বিভীষিকার ১২ বছর : বিচার নেই : আছে গ্রেনেড

বিশেষ প্রতিনিধি  :: ২০০৪ থেকে ২০১৬। সময়ের ব্যবধান এক যুগ। এক যুগে অনেককিছুই পাল্টে যায়। মানুষ থেকে পরিবেশ। সময় থেকে মানচিত্র। সবই পাল্টিয়েছে। কেবল পাল্টায়নি বিভীষিকার চিত্র। সিলেট থেকে ঢাকা। গুলশান সেন্টার থেকে হলি আর্টিজন। বিভীষিকার চিত্র একই। বছর ঘুরে ঘুরে শুধু নতুন দুঃস্বপ্ন ছড়ায় প্রলয়ংকারী গ্রেনেড।  ৭ আগস্ট। এক বিভীষিকার দিন। বছর ঘুরে ক্যালেন্ডারের এই দিনকে ঘিরে এখনো আঁতকে উঠেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১২ বছর আগের এই ঘোমট স্মৃতি এখনো দুঃস্বপ্ন সিলেট আওয়ামী লীগের অনেক নেতাদের কাছে। ২০০৪ সালের এই দিনে তালতলাস্থ গুলশান সেন্টারে চলছিল সিলেট নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির … Continue reading বিভীষিকার ১২ বছর : বিচার নেই : আছে গ্রেনেড